Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমাদের অর্জনসমূহ

উপজেলা প্রানিসম্পদ অফিস ও ভেটেরিনারি হাসপাতাল এর বিশেষ অর্জন হল ডিম ও মাংস উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা

জুন' ২০২৩ পর্যন্ত আমাদের  অর্জন

সাম্প্রতিক অর্জন, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা

  • সাম্প্রতিক বছরসমূহের ( বছর ) প্রধান অর্জনসমূহ

(২০১৯-২০, ২০২০-২১ও ২০২১ -২2 অর্থবছর)

 

বাংলাদেশ এলডিসি পর্যায়ে উত্তরনের প্রেক্ষাপটে এবং ক্রমবর্ধিষ্ণু জনসংখ্যার প্রাণীজ আমিষের (দুধ, ডিম ও মাংস) চাহিদা মেটাতে উৎপাদন ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে বিদ্যমান প্রাণিসম্পদের সংরক্ষণ, সম্প্রসারণ ও জাত উন্নয়ন ক্ষেত্রে রংপুর বিভাগে অভাবনীয় অগ্রগতি সাধিত হয়েছে।

 

  • সাম্প্রতিক অর্থবছরসমূহে গবাদিপশুর জাত উন্নয়নে যথাক্রমে০.06774, ০.06715 ও ০.06779 লক্ষ প্রজননক্ষম গাভী/বকনাকে কৃত্রিম প্রজননের আওতায় আনা হয়েছে। উৎপাদিত সংকর জাতের বাছুরের সংখ্যা যথাক্রমে ০.0২394, ০.02254 ও ০.02580 লক্ষ।

 

  • বিদ্যমান প্রাণিসম্পদের সংরক্ষণ ও সম্প্রসারণে যথাক্রমে ০.0599264, ০.0567496 ও ০.062016 কোটি গবাদিপশু-পাখিকে টিকা প্রদান করা হয়েছে এবং যথাক্রমে ০.0158123, ০.0128325 ও ০.0147063 কোটি গবাদিপশু-পাখিকে চিকিৎসা প্রদান করা হয়েছে।

 

  • খামারির সক্ষমতা বৃদ্ধি, খামার ব্যবস্থাপনার উন্নয়ন ও খামার সম্প্রসারণে যথাক্রমে ০.00088, ০.00325 ও ০.0০405 লক্ষ খামারিকে প্রশিক্ষণ প্রদানসহ যথাক্রমে 48, 48 ও 51টি উঠান বৈঠক পরিচালনা করা হয়েছে।

 

  • নিরাপদ ও মানসম্মত প্রাণীজ আমিষ উৎপাদনে যথাক্রমে 95, 96 ও ১35টি খামার/ফিডমিল/হ্যাচারি পরিদর্শন, 13, 2০ ও 3০ জন মাংস প্রক্রিয়াজাতকারী (কসাই) প্রশিক্ষণ এবং ১, 2 ও ১ টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।